যশোরের মনিরামপুরে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন প্রাইভেট কার ভাঙচুর করে চালক-আরোহীদের পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার যশোর-চুকনগর সড়কের আমিনপুরের বকুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আমিনপুর এলাকার মশিয়ার রহমানের ছেলে। তিনি নার্সারির ব্যবসা করতেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার আগমুহূর্তে রবিউল ইসলাম সাইকেলে চড়ে চিনাটোলা বাজার থেকে আমিনপুরে বাড়িতে ফিরছিলেন। তিনি বকুলতলা মসজিদের সামনে এসে সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রবিউল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিল্লাল হোসেন আরও বলেন, ‘রবিউল ইসলামকে ধাক্কা দেওয়ার পরপরই প্রাইভেট কারের ভেতরে থাকা তিন আরোহী নেমে আসেন। আমরা জানতে পেরেছি, কারের ভেতরে থাকা তিনজনের মধ্যে একজন চিকিৎসক এনামুল কবির। অপর দুজন তাঁর স্ত্রী ও ছেলে।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তখন পুলিশ এসে কারটি (ঢাকা মেট্রো ঘ-২১-৯৪১৭) ও চালককে হেফাজতে নিয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘কারের ধাক্কায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি প্রাইভেট কারটি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক এলামুল কবিরের। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার এনামুল কবির নিজে প্রাইভেট কার চালাচ্ছিলেন। দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল ইসলামকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারের মালিক খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি চিকিৎসক এলামুল কবির। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।’
তিনি বলেন, ‘রবিউল ইসলামের তিন ছেলে। ডাক্তার এনামুল কবির তাঁদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিহতের স্বজনেরা মামলায় যাচ্ছেন না। আমরা বিষয়টি মিটমাট করে নিয়েছি।’
যশোরের মনিরামপুরে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন প্রাইভেট কার ভাঙচুর করে চালক-আরোহীদের পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার যশোর-চুকনগর সড়কের আমিনপুরের বকুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আমিনপুর এলাকার মশিয়ার রহমানের ছেলে। তিনি নার্সারির ব্যবসা করতেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার আগমুহূর্তে রবিউল ইসলাম সাইকেলে চড়ে চিনাটোলা বাজার থেকে আমিনপুরে বাড়িতে ফিরছিলেন। তিনি বকুলতলা মসজিদের সামনে এসে সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রবিউল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিল্লাল হোসেন আরও বলেন, ‘রবিউল ইসলামকে ধাক্কা দেওয়ার পরপরই প্রাইভেট কারের ভেতরে থাকা তিন আরোহী নেমে আসেন। আমরা জানতে পেরেছি, কারের ভেতরে থাকা তিনজনের মধ্যে একজন চিকিৎসক এনামুল কবির। অপর দুজন তাঁর স্ত্রী ও ছেলে।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তখন পুলিশ এসে কারটি (ঢাকা মেট্রো ঘ-২১-৯৪১৭) ও চালককে হেফাজতে নিয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘কারের ধাক্কায় আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি প্রাইভেট কারটি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক এলামুল কবিরের। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার এনামুল কবির নিজে প্রাইভেট কার চালাচ্ছিলেন। দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রবিউল ইসলামকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারের মালিক খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি চিকিৎসক এলামুল কবির। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।’
তিনি বলেন, ‘রবিউল ইসলামের তিন ছেলে। ডাক্তার এনামুল কবির তাঁদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিহতের স্বজনেরা মামলায় যাচ্ছেন না। আমরা বিষয়টি মিটমাট করে নিয়েছি।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে