শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। আজ রোববার ভোরে শরণখোলায় মৌয়ালরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাত্রা করেন। এদিন মৌয়ালদের বনের শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, মৌয়ালেরা সুন্দরবনে মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে অনুমতিপত্র সংগ্রহ করেন। আগামী ৩০ জুন পর্যন্ত মৌয়ালরা বনে মধু সংগ্রহ করবেন। আজ ভোরে শরণখোলা স্টেশন থেকে মৌয়ালদের ৩৩টি নৌকার বহর গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়।
শরণখোলার বগী গ্রামের মাহাবুল হোসেন ও উত্তর সাউথখালী গ্রামের মৌয়াল আসাদুল জানান, তাঁরা প্রায় ২৫ বছর ধরে সুন্দরবনে মধু সংগ্রহ করছেন। প্রতিবার সুন্দরবনে যাত্রায় তাঁদের ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে বনে যেতে হয়। গত বছর আশানুরূপ মধু না পাওয়ায় লোকসান হয়েছে। এ বছর বেশি মধু পাওয়া পাওয়া যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সুন্দরবনে মধু আহরণের জন্য শনিবার ৩৩টি নৌকা অনুমতিপত্র নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, এ বছর সুন্দরবন থেকে ৮০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় ৬০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মৌয়ালরা ২৮৮ কুইন্টাল মধু সংগ্রহ করতে পেরেছিলেন।
পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। আজ রোববার ভোরে শরণখোলায় মৌয়ালরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাত্রা করেন। এদিন মৌয়ালদের বনের শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, মৌয়ালেরা সুন্দরবনে মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে অনুমতিপত্র সংগ্রহ করেন। আগামী ৩০ জুন পর্যন্ত মৌয়ালরা বনে মধু সংগ্রহ করবেন। আজ ভোরে শরণখোলা স্টেশন থেকে মৌয়ালদের ৩৩টি নৌকার বহর গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়।
শরণখোলার বগী গ্রামের মাহাবুল হোসেন ও উত্তর সাউথখালী গ্রামের মৌয়াল আসাদুল জানান, তাঁরা প্রায় ২৫ বছর ধরে সুন্দরবনে মধু সংগ্রহ করছেন। প্রতিবার সুন্দরবনে যাত্রায় তাঁদের ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করে বনে যেতে হয়। গত বছর আশানুরূপ মধু না পাওয়ায় লোকসান হয়েছে। এ বছর বেশি মধু পাওয়া পাওয়া যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সুন্দরবনে মধু আহরণের জন্য শনিবার ৩৩টি নৌকা অনুমতিপত্র নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, এ বছর সুন্দরবন থেকে ৮০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় ৬০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে মৌয়ালরা ২৮৮ কুইন্টাল মধু সংগ্রহ করতে পেরেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে