নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে