নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আব্দুল আউয়ালের। আজ শনিবার খুলনার বড় বাজার এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মাওলানা মো. আব্দুল আউয়াল বলেন, ‘কালো টাকা নিয়ে কোনো অভিযোগ নেই। এগুলো কথা ভিত্তিহীন।’
এ সময় তিনি লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে প্রশ্ন তুলে বলেন, তিনি সব সময় কালো টাকাসহ বিভিন্ন বাধা-বিপত্তির অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে কখনো লিখিত অভিযোগ দেন না। এইগুলা সব ভিত্তিহীন কথা।
কালো টাকা নিয়ে আব্দুল আওয়াল বলেন, কোথাও কোনো কালো টাকা আছে এমন তিনি জানানে না। তবে অনিয়ম আছে কিছু কিছু। যেখানে ২৫ লাখ টাকা খরচ করার কথা একজন মেয়র পদপ্রার্থীর, সেখানে তারও বেশি খরচ করা হচ্ছে। এখন সেটা কালো না সাদা টাকা, তা তার জানা নেই।
তবে ক্ষমতাসীন দলের প্রশংসা করে আব্দুল আওয়াল বলেন, তাদের সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্ব নেই। তারা পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়েই প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক প্রচারণা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল আওয়াল বলেন, তাঁদের ওয়ার্ডে প্রচারণাকেন্দ্রের সংখ্যা বেশি। এটা বড় ধরনের অনিয়ম।
গতকাল রাতে বিএনপি মনিটরিং সেল গঠন করেছে ভোট বর্জন ও ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন, ‘এটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে এতে ভোটারদের ওপর প্রভাব পড়বে না। ভোটাররা ভোট দেবে।’
হাতপাখার এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘৬০ শতাংশ ভোট পড়বে এই নির্বাচনে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে