Ajker Patrika

নাতনিকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বৃদ্ধা নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২২, ১৪: ৫৮
নাতনিকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বৃদ্ধা নিহত

কুষ্টিয়ার মিরপুরে নাতনিকে ডাক্তার দেখাতে নিয়ে এসে ট্রলির চাপায় নিহত হয়েছেন মাহিরন খাতুন (৫২) নামে এক বৃদ্ধা। আজ বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিরন খাতুন পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার শেরপুর শেনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী। 

মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে বৃদ্ধা মাহিরন খাতুন তাঁর ছয় মাস বয়সী নাতনি শাকিলাকে ডাক্তার দেখাতে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে তাঁর নাতনির কোনো ক্ষতি হয়নি। 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রলিটি জব্দ করা হয়। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত