কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এখন নির্বাচন ও সরকার অদলবদল নিয়ে মাতামাতি করার সময় নয়। এখন সংকট মোকাবিলা করার সময়। সরকার সে কাজটিই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান নয়, এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।’
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
‘সরকার নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘এমন কোনো লক্ষণ নেই। আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। সব দলকে অংশ নিতে হবে। যারা অংশ নেবে না, তারা আসলে চক্রান্তের রাজনীতি করে। যারা সমালোচনা করছেন, তারা তো অতীতে ক্ষমতায় ছিলেন; তারা কেউ ফেরেশতা নন, তাদের কাছে কোনো জাদুর কাঠিও নেই। তারা ক্ষমতার পেছনে ছুটছেন, কিন্তু জনগণের দুর্ভোগের ধার ধারেন না।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘আমি আশা করি, শেখ হাসিনা যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন, সেভাবে এ সংকট মোকাবিলা করে জনগণকে স্বস্তি দেবেন।’
সরকার এ মুহূর্তে বৈশ্বিক সংকট মোকাবিলা করায় মনোযোগ দিয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চলছে। জনগণের এ কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সংকটকালে আমরা আশা করেছিলাম, যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদলবদলের হুংকার দিচ্ছে, তারা সংকট মোকাবিলায় একটি গঠনমূলক প্রস্তাব দেবে। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দুঃখজনক।’
এ সময় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন হাসানুল হক ইনু। সেখানে চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভিন্ন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. পীযূষ কুমার সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এখন নির্বাচন ও সরকার অদলবদল নিয়ে মাতামাতি করার সময় নয়। এখন সংকট মোকাবিলা করার সময়। সরকার সে কাজটিই করছে। রাজনৈতিক নৈরাজ্য কোনো সমাধান নয়, এতে জনগণের দুর্ভোগ আরও বাড়বে।’
আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
‘সরকার নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘এমন কোনো লক্ষণ নেই। আমরা সাংবিধানিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। ধারাবাহিকতা রক্ষা করতে জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। সব দলকে অংশ নিতে হবে। যারা অংশ নেবে না, তারা আসলে চক্রান্তের রাজনীতি করে। যারা সমালোচনা করছেন, তারা তো অতীতে ক্ষমতায় ছিলেন; তারা কেউ ফেরেশতা নন, তাদের কাছে কোনো জাদুর কাঠিও নেই। তারা ক্ষমতার পেছনে ছুটছেন, কিন্তু জনগণের দুর্ভোগের ধার ধারেন না।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘আমি আশা করি, শেখ হাসিনা যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করেছেন, সেভাবে এ সংকট মোকাবিলা করে জনগণকে স্বস্তি দেবেন।’
সরকার এ মুহূর্তে বৈশ্বিক সংকট মোকাবিলা করায় মনোযোগ দিয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশেও অর্থনৈতিক সংকট চলছে। জনগণের এ কষ্ট দূর করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সংকটকালে আমরা আশা করেছিলাম, যারা সরকারের সমালোচনা করছে, সরকার অদলবদলের হুংকার দিচ্ছে, তারা সংকট মোকাবিলায় একটি গঠনমূলক প্রস্তাব দেবে। তা না করে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি দুঃখজনক।’
এ সময় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন হাসানুল হক ইনু। সেখানে চিকিৎসার খোঁজখবর নিয়ে বিভিন্ন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. পীযূষ কুমার সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৯ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে