কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।
কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে থামে না সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এতে যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ কারণে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে প্রায় ২২ মিনিট ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শত শত জনতা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে সকাল ১০টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র-জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আলটিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশনমাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. জয়দেব বিশ্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসেবে দেশ-বিদেশের লাখো মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি হওয়া একান্ত আবশ্যক। আজ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে।
কুমারখালী রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নির্দেশনা পেলে যাত্রাবিরতি চালু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৬ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪০ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪৪ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
২ ঘণ্টা আগে