Ajker Patrika

কোটচাঁদপুরে প্রতিমা বানাতে ব্যস্ত কারিগররা 

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ) 
কোটচাঁদপুরে প্রতিমা বানাতে ব্যস্ত কারিগররা 

দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন কোটচাঁদপুরের প্রতিমা কারিগররা। চলতি বছর ৪৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কোটচাঁদপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ রায়। 

সরেজমিনে গিয়ে কথা হয় রাজবাড়ির পাচুড়িয়া গ্রামের বাসিন্দা দিপক পালের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ ১২ বছর যাবৎ এ কাজ করছি। এর মধ্যে ৭ বছর ওস্তাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছি। গত ৩ বছর থেকে আমি দুই সহযোগী নিয়ে একাই প্রতিমা বানাচ্ছি। আমি সারা বছরই প্রতিমা বানানোর কাজ করি। শরিয়তপুরের গৌতম পালের কাছ থেকে আমার প্রতিমা বানানোর হাতে খড়ি হয়। 

প্রতিমা কারিগর দিপক পাল বলেন, প্রতি বছর ৬ /৭টি প্রতিমা বানাই। এ বছরও ৬টি প্রতিমা বানানোর কাজ হাতে নিয়েছি। যার মধ্যে কোটচাঁদপুরে রয়েছে ৩টি প্রতিমা। প্রতিটি প্রতিমা বানাতে পারিশ্রমিক নেবেন ২১ হাজার টাকা নিচ্ছি। 

এ বিষয়ে রবীন্দ্র নাথ রায় বলেন, আগামী ৯ অক্টোবর (২৪ আশ্বিন) থেকে শারদীয়া দুর্গাপূজা শুরু হবে। গেল বছর এ উপজেলায় ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যার মধ্যে কোটচাঁদপুর পৌরসভার করা হয় ১৯টি মণ্ডপ। বাকি ২৫টি মণ্ডপের পূজা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। করোনা নিয়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা নাই। তবে পরিস্থিতি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত