কুমারখালী (কুষ্টিয়া), প্রতিনিধি
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের আরপাড়া গ্রামের বাসিন্দা জব্বার শেখ (৭০)। স্বামী-স্ত্রী দুজনের সংসার। ভাগ্যের নির্মম পরিহাসে এই বয়সে ভ্যান চালিয়ে জীবিকার্জন করেন তিনি। কিন্তু দুঃখের বিষয় উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে তাঁর। একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হারিয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেতে প্রতিদিন সকালে থানা চত্বরে বসে থাকেন তিনি।
আজ সকাল পৌনে ১১টায় থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার পানির ফোয়ারার সামনে বসে আছেন জব্বার শেখ। তাঁর চোখে মুখে হতাশার ছাপ।
ভ্যান চুরির বিষয়ে তিনি বলেন, ' বাপরে! মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয় করার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি গত পরশু চুরি হয়ে গেছে। ভ্যানটি দুই বছর আগে শক্তি সমবায় সমিতি থেকে লোন (ঋণ) করে কিনেছিলাম। ভ্যানের জন্য প্রতি সপ্তাহে বারো শ টাকা করে কিস্তি দিতে হয়। থানায় জিডি করেছি, প্রতিদিন ভ্যানের জন্য ঘুরছি কিন্তু ভ্যান পাচ্ছি না। এখন খাব কি, কিস্তি দেব ক্যাম্বো (কীভাবে)। কিছু বুঝছি না।'
তিনি আরও বলেন, ' সংসারে আমি আর আমার স্ত্রী। আমাদের দুই ছেলে ও দুই মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গেছে। এক সময় সন্তানেরা খাওয়ার খরচপাতি দিত। কিন্তু বছর দু-এক হল ছেলে-মেয়েরা আর কিছু দেয় না। তাই লোন তুলে ভ্যান কিনে স্বামী-স্ত্রী কোনোমতে বেঁচে আছি। তবে পরশু ভ্যান হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন কি করব কিছুই মাথায় আসছে না।'
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত সোমবার আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জব্বার শেখ পৌর তহবাজারের এক নম্বর গেটে যান। সেখানে তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রেখে বাজারের ভেতরে প্রবেশ করেন। এরপর ১০ মিনিট পরে ফিরে এসে তিনি তাঁর ভ্যানটি খুঁজে পাননি। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ভ্যানটি না পাওয়ায় থানায় একটি জিডি (নম্বর ১১৬৪) করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভ্যান চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে