Ajker Patrika

ইবি প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক আজাহার

ইবি প্রতিনিধি
ইবি প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক আজাহার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শেষ হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি ও দৈনিক জনকণ্ঠের আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে নির্বাচনের ভোট গ্রহণ হয়। 

পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কমিটির অন্যরা হলেন–সহসভাপতি আদিল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হুসাইন, কোষাধ্যক্ষ আবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাঈফ ইব্রাহিম এবং ক্রীড়া সম্পাদক ফরহাদ খাদেম। কার্যনির্বাহী সদস্য–আবু হুরাইরা, মুতাসিম বিল্লাহ পাপ্পু, আহমাদ গালিব, নজরুল ইসলাম জিসান ও শাহিন রাজা। 

বেলা দেড়টার দিকে প্রেস কর্নারে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদ লাভলু ফল ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ড. কানন আজিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত