Ajker Patrika

কুমারখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ 

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫: ০৯
কুমারখালীতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ 

কুষ্টিয়ার কুমারখালীর পান্টিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে পান্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহতরা হলেন গোপাল, কামাল ও সাজাহান। এ ঘটনায় আলী নামের একজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তবে দুই পক্ষের নেতারা বলছেন, এমন সংঘর্ষের কোনো কারণই নেই। তবু সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দলীয় মনোভাবের ঘাটতি পড়ায় ব্যক্তিগত আক্রোশের জন্ম নিয়েছে। তাই প্রায়ই ঘটছে দুই পক্ষে সংঘর্ষ। 

অন্যদিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত পান্টি বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী। জান ও মালের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। তবে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলেন, বারবার স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে মুখোমুখি হয়। সময়মতো পুলিশ উপস্থিত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তাঁরা আরও বলেন, মঙ্গলবার রাতেও যদি পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছাত, তাহলে বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারত। 

সংঘর্ষের ঘটনায় আহত শাজাহান ও গোপাল। ছবি: আজকের পত্রিকাপুলিশ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গ্রুপের সঙ্গে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন গ্রুপের বিরোধ চলে আসছে। এলাকায় যেকোনো তুচ্ছ ঘটনায় উভয় পক্ষ আধিপত্য বিস্তারের পাঁয়তারা করে। এ নিয়েই উভয় পক্ষের শত শত নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, রামদা, হাঁসুয়া, ঢাল, সড়কি, ইটপাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান করে। দুই পক্ষের মাঝে থাকে পুলিশের অবস্থান। পুলিশ না পৌঁছানো পর্যন্ত চলে সংঘর্ষ। 

গত মঙ্গলবার সন্ধ্যায় জাফর গ্রুপের সমর্থকেরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে প্রতিপক্ষকে কটূক্তি করে স্লোগান ও মহড়া দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন গ্রুপের সমর্থকেরা প্রতিপক্ষের গোপাল নামের একজনকে পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করে। এ নিয়ে রাতে দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া দেয়। এ সময় জাফর গ্রুপের কামাল ও সুমন গ্রুপের সাজাহান নামের আরও দুজন আহত হন। পরে পুলিশ এসে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। তখন চলে ইটপাটকেল নিক্ষেপ। এরপর অতিরিক্ত পুলিশ এসে ঘণ্টাখানেক চেষ্টা করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে সুমন গ্রুপের আলীকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, কোনো কারণই নেই, তবু সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষরা পান্টি ইউনিয়ন আওয়ামী লীগকে স্বীকৃতি দেয় না। তাই ব্যক্তিগত আক্রোশের সৃষ্টি থেকে বারবার এমন ঘটনা ঘটছে। দলীয় মনোভাব ফিরে এলে হয়তো সংঘর্ষের অবসান ঘটবে। 

কুমারখালীর পান্টি বাজারের গোলাবাড়ী মোড়ে পুলিশের অবস্থানতিনি আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় প্রতিপক্ষের ক্যাডার বাহিনী কয়েকটি মোটরসাইকেল নিয়ে অফিসের সামনে মহড়া ও কটূক্তিমূলক স্লোগান দিচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সমর্থকেরা প্রতিবাদ করেছে মাত্র। আমার একজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ 

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘সংঘর্ষের কোনো কারণ খুঁজে পাইনি। পান্টি থেকে সুমন মিঞার সাধারণ সম্পাদকের সিল তুলে দিলে আর এমন ঘটনা ঘটবে না।’ 

তিনি আরও বলেন, ‘আমার সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। আকস্মিকভাবে কারণ ছাড়াই প্রতিপক্ষরা হামলা চালায়। এতে গোপাল নামের একজনকে হাত-পা ভেঙে গুরুতর আহত করেছে। কামাল নামের আরও একজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা করা হবে।’ 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় দুই পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়ায়। তবে পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছে রক্তক্ষয়ী সংঘর্ষ ছত্রভঙ্গ করে দেয়। 

তিনি আরও বলেন, এ ঘটনা উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আলী নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত