কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
২৫ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
৪০ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে