মাগুরা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’
এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’
ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’
মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’
জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’
এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’
ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’
মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’
জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে