Ajker Patrika

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষক বরখাস্ত 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০: ৪৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষক বরখাস্ত 

যশোরের ঝিকরগাছায় একটি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহায়তা করার অভিযোগে এক সহকারী শিক্ষককে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।

গত শুক্রবার উপজেলার কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সহায়তা করেন তিনি।

আজ রোববার ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রসচিব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব এস এম আকিফুজ্জামান।

অভিযুক্ত শিক্ষকের নাম তাহাজ্জত হোসেন। তিনি ঝিকরগাছার পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এস এম আকিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রের জসীমউদ্দীন হলে এক শিক্ষার্থীর কাছে অন্য একটি খাতা থাকলেও শিক্ষক তাহাজ্জত হোসেন কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক তা ধরে ফেলেন। তখন তিনি শিক্ষক তাহাজ্জতকে বরখাস্ত করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করতে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আজ (রোববার) আবেদন করেছি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক তাহাজ্জত হোসেনকে তিন বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই শিক্ষক তিন বছর কোনো বোর্ড পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বলেন, ‘গত শুক্রবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃষ্ণনগর মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থীর কাছে বাইরের খাতা ছিল। সেটি জানার পরও বাধা না দেওয়ায় শিক্ষক তাহাজ্জত হোসেনকে বরখাস্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত