মাগুরা প্রতিনিধি
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মাগুরা শহরে ইউসুফ (২২) নামের এক তরুণকে পুলিশের হাতে তুলে দিয়েছেন লোকজন। এ সময় ওই তরুণের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। আজ রোববার শহরের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক হোসাইন, রাবিক, মিনহাজ, তাওহীদ, সাদিয়া প্রমুখ।
পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন এলাকা থেকে ওই তরুণ (ইউসুফ) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেলে ছাত্র-জনতা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। এরপর পুলিশ এসে তরুণকে উদ্ধার করে।
এ সময় লোকজন জানায়, সে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তাঁকে গণধোলাই দিতে গেলে পুলিশ ছাত্রদের বোঝাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাগুরা সেনাক্যাম্প থেকে তিন গাড়ি সেনাসদস্য এসে তরুণকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
তখন ছাত্রদের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক তরুণের নামে কোনো মামলা না থাকলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর কলেজের প্রধান ফটকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তরুণের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেন।
আটক তরুণ ছাত্রলীগের কর্মী কি না তা নিশ্চিত নয় বলে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর বাড়ি শহরের মধ্যেই বলে জেনেছি। তাঁর বাবার একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।’
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মাগুরা শহরে ইউসুফ (২২) নামের এক তরুণকে পুলিশের হাতে তুলে দিয়েছেন লোকজন। এ সময় ওই তরুণের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। আজ রোববার শহরের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। সমাবেশে বক্তব্য দেন সমন্বয়ক হোসাইন, রাবিক, মিনহাজ, তাওহীদ, সাদিয়া প্রমুখ।
পুলিশ জানায়, বিক্ষোভ চলাকালে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন এলাকা থেকে ওই তরুণ (ইউসুফ) ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেলে ছাত্র-জনতা ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন। এরপর পুলিশ এসে তরুণকে উদ্ধার করে।
এ সময় লোকজন জানায়, সে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী। তাঁকে গণধোলাই দিতে গেলে পুলিশ ছাত্রদের বোঝাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাগুরা সেনাক্যাম্প থেকে তিন গাড়ি সেনাসদস্য এসে তরুণকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
তখন ছাত্রদের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক তরুণের নামে কোনো মামলা না থাকলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর কলেজের প্রধান ফটকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তরুণের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল পুড়িয়ে দেন।
আটক তরুণ ছাত্রলীগের কর্মী কি না তা নিশ্চিত নয় বলে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর বাড়ি শহরের মধ্যেই বলে জেনেছি। তাঁর বাবার একটি ইলেকট্রনিকসের দোকান রয়েছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৭ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৬ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে