নড়াইল প্রতিনিধি
নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি, সেই মাঠে এসে বাল্যবন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত তিন দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে, যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে তিন থেকে চার দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন।
‘অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে, তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশা আল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।’
তিন তিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।
নড়াইলের যে মাঠে ক্রিকেট খেলার হাতেখড়ি, সেই মাঠে এসে বাল্যবন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে ঈদ আনন্দ উপভোগ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
আজ শনিবার নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত তিন দিনব্যাপী আন্তব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।
ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে, যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে তিন থেকে চার দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন।
‘অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে, তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্টটা। এইটা ইনশা আল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।’
তিন তিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ১২ এপ্রিল। আজ দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।
চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে
২ মিনিট আগেজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।’ শনিবার দুপুরে যশোরে বাংলাদে
৩ মিনিট আগেসমুদ্রসৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে এক তরুণের ফুটবল ছুড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সকাল থেকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটির আশপাশের দৃশ্য দেখে বোঝা গেল, এটি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকা থেকে ধারণ করা হয়ে
৫ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর ওপর চড়াও হন ফুটপাত দখলকারী দোকানদারেরা।
১০ মিনিট আগে