মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন ১০ মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো সরকারিভাবে বিতরণ হওয়া দুস্থদের চালের বস্তায় তাঁর নাম থেকে গেছে। আজ বুধবার মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদ থেকে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সেখানে চালের বস্তায় কালো কালিতে বড় অক্ষরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা দেখা গেছে।
উপজেলা খাদ্য দপ্তরের সূত্রমতে, যেসব বস্তায় শেখ হাসিনার নাম রয়েছে, সেসব বস্তা পরিবর্তন করে অথবা নামের লেখা রং দিয়ে আড়াল করতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলেও এর বাস্তবায়ন হয়নি।
রোহিতা ইউনিয়ন পরিষদের কোদলাপাড়া ওয়ার্ডের বিএনপি-সমর্থিত ইউপি সদস্য রেজাউল ইসলাম উপকারভোগীসহ চাল বিতরণের কয়েকটি ছবি নিজের ফেসবুক ওয়ালে ছেড়েছেন। চালের বস্তায় শেখ হাসিনার নাম লেখা ছবি ছেড়ে তিনি দলের অনেকের সমালোচনার মুখে পড়েছেন।
মেম্বার রেজাউল বলেন, ‘শেখ হাসিনার নামসংবলিত চালের বস্তার ভিডব্লিউবির উপকারভোগীর ছবি ফেসবুকে দেওয়ার পর দলের অনেকে আমাকে ফোন করেছেন। কেন এখনো চালের বস্তায় শেখ হাসিনার নাম রয়েছে, তার কৈফিয়ত জানতে চেয়েছেন অনেকে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন।’
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি জানান, রোহিতা ইউনিয়নে ভিডব্লিউবির ২০৬ জন উপকারভোগী আছেন। আজ থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। প্রতি কার্ডধারী একসঙ্গে তিন মাসের চাল পেয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক দপ্তর জানিয়েছে, মনিরামপুরে ভিডব্লিউবির ১ হাজার ৭১৭ জন উপকারভোগী আছেন। কোনো কোনো ইউনিয়নে আগের মাসের সঙ্গে জুনের চাল বিতরণ চলছে।
মনিরামপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, ‘চালের বস্তাগুলো শেখ হাসিনার আমলের। বস্তায় শেখ হাসিনার নাম থাকলে নামের ওপর রং করে চাল ছাড়তে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে। গুদাম কর্মকর্তাদের এসব খেয়াল রাখার কথা।’
মনিরামপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার বলেন, ‘শেখ হাসিনার নামসংবলিত চালের বস্তা বাইরের জেলা থেকে এসেছে। আমরা চেষ্টা করছি শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে দেওয়ার জন্য। গুদামের শ্রমিকেরা এ কাজ করছে। তাদের ভুলে হয়তো এমনটি হতে পারে।’
উপজেলা ভিডব্লিউবি কর্মসূচির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘চালের বস্তা থেকে শেখ হাসিনার নাম মুছে চাল বিতরণের জন্য খাদ্য অধিদপ্তরের নির্দেশনা আছে। তারপরও এটা হওয়ার নয়। আমি খোঁজ নিচ্ছি।’
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন ১০ মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো সরকারিভাবে বিতরণ হওয়া দুস্থদের চালের বস্তায় তাঁর নাম থেকে গেছে। আজ বুধবার মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদ থেকে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সেখানে চালের বস্তায় কালো কালিতে বড় অক্ষরে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা দেখা গেছে।
উপজেলা খাদ্য দপ্তরের সূত্রমতে, যেসব বস্তায় শেখ হাসিনার নাম রয়েছে, সেসব বস্তা পরিবর্তন করে অথবা নামের লেখা রং দিয়ে আড়াল করতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলেও এর বাস্তবায়ন হয়নি।
রোহিতা ইউনিয়ন পরিষদের কোদলাপাড়া ওয়ার্ডের বিএনপি-সমর্থিত ইউপি সদস্য রেজাউল ইসলাম উপকারভোগীসহ চাল বিতরণের কয়েকটি ছবি নিজের ফেসবুক ওয়ালে ছেড়েছেন। চালের বস্তায় শেখ হাসিনার নাম লেখা ছবি ছেড়ে তিনি দলের অনেকের সমালোচনার মুখে পড়েছেন।
মেম্বার রেজাউল বলেন, ‘শেখ হাসিনার নামসংবলিত চালের বস্তার ভিডব্লিউবির উপকারভোগীর ছবি ফেসবুকে দেওয়ার পর দলের অনেকে আমাকে ফোন করেছেন। কেন এখনো চালের বস্তায় শেখ হাসিনার নাম রয়েছে, তার কৈফিয়ত জানতে চেয়েছেন অনেকে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার তুহিন বিশ্বাস উপস্থিত ছিলেন।’
রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণগোপাল মুখার্জি জানান, রোহিতা ইউনিয়নে ভিডব্লিউবির ২০৬ জন উপকারভোগী আছেন। আজ থেকে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। প্রতি কার্ডধারী একসঙ্গে তিন মাসের চাল পেয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক দপ্তর জানিয়েছে, মনিরামপুরে ভিডব্লিউবির ১ হাজার ৭১৭ জন উপকারভোগী আছেন। কোনো কোনো ইউনিয়নে আগের মাসের সঙ্গে জুনের চাল বিতরণ চলছে।
মনিরামপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, ‘চালের বস্তাগুলো শেখ হাসিনার আমলের। বস্তায় শেখ হাসিনার নাম থাকলে নামের ওপর রং করে চাল ছাড়তে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে। গুদাম কর্মকর্তাদের এসব খেয়াল রাখার কথা।’
মনিরামপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার বলেন, ‘শেখ হাসিনার নামসংবলিত চালের বস্তা বাইরের জেলা থেকে এসেছে। আমরা চেষ্টা করছি শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে দেওয়ার জন্য। গুদামের শ্রমিকেরা এ কাজ করছে। তাদের ভুলে হয়তো এমনটি হতে পারে।’
উপজেলা ভিডব্লিউবি কর্মসূচির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘চালের বস্তা থেকে শেখ হাসিনার নাম মুছে চাল বিতরণের জন্য খাদ্য অধিদপ্তরের নির্দেশনা আছে। তারপরও এটা হওয়ার নয়। আমি খোঁজ নিচ্ছি।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৪ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩২ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৭ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪০ মিনিট আগে