সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলা সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। কিন্তু দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ ওই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে; অবনতি ঘটতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির; তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ১৯ জানুয়ারি দীর্ঘ ১৪ বছর পর শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। এ ছাড়া ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি। এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়ে আসছিল।
এর মধ্যে গত মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলীম।
বুধবার এম এম প্লাজার সামনে শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের পক্ষ।
অন্যদিকে একই জায়গায় রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাস্থলসহ পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলা সদরের এম এম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। কিন্তু দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো পক্ষকেই কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। উভয় পক্ষ ওই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে আশপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে; অবনতি ঘটতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির; তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানতে চাইলে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, সে জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ১৯ জানুয়ারি দীর্ঘ ১৪ বছর পর শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। এ ছাড়া ঘোষণা করা হয়েছে শ্যামনগর পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি। এর পর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ হয়ে আসছিল।
এর মধ্যে গত মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল আলীম।
বুধবার এম এম প্লাজার সামনে শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের পক্ষ।
অন্যদিকে একই জায়গায় রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৬ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে