ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।
শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’
এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।
ঝিকরগাছা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘প্রদর্শনী অনুষ্ঠিত হলেও আমাদের জানানো হয়নি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কোনো বছরই আমাদের জানানো হয়নি।’
ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’
সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।
যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।
শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’
এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।
ঝিকরগাছা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘প্রদর্শনী অনুষ্ঠিত হলেও আমাদের জানানো হয়নি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কোনো বছরই আমাদের জানানো হয়নি।’
ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’
সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।
ময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
১২ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১৬ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
২৬ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
২৮ মিনিট আগে