শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।
এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে।
এর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।
ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।
এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে।
এর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।
ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে