প্রতিনিধি
চুয়াডাঙ্গা: এখন থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া যাবে। চুয়াডাঙ্গাসহ সারা দেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুলাই থেকেই পুরোদমে অনলাইনে ভূমি কর আদায় কার্যক্রম শুরু হবে। জনগণের হয়রানি লাঘব, অনিয়ম দুর্নীতি বন্ধ ও সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ভূমি মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি কর প্রদান করতে পারবেন। অনলাইনে ভূমি কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে নিবন্ধন করতে হবে।
চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী আতিকুল হক জানান, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ভাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের- ১. মোবাইল ফোন নম্বর। ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৩. পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি। ৪. নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি এবং ৫. সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না। তাই নির্ভুল দাবি নির্ধারণের স্বার্থে ওই কার্যক্রমে ভূমির মালিকগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবে:
ঘরে বসেই ভূমি মালিক (www.land.gov.bd) / (www.idtax.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নম্বর খ) ন্যাশনাল আইডি কার্ড নম্বর ও গ) জন্ম তারিখ লিখলে আপনার মোবাইল ফোনে একটি ৬ ডিজিট এর otp কোড যাবে। মোবাইল ফোনে প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগইন করতে পারবেন।
চুয়াডাঙ্গা: এখন থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া যাবে। চুয়াডাঙ্গাসহ সারা দেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুলাই থেকেই পুরোদমে অনলাইনে ভূমি কর আদায় কার্যক্রম শুরু হবে। জনগণের হয়রানি লাঘব, অনিয়ম দুর্নীতি বন্ধ ও সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ভূমি মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি কর প্রদান করতে পারবেন। অনলাইনে ভূমি কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে নিবন্ধন করতে হবে।
চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী আতিকুল হক জানান, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ভাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের- ১. মোবাইল ফোন নম্বর। ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৩. পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি। ৪. নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি এবং ৫. সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না। তাই নির্ভুল দাবি নির্ধারণের স্বার্থে ওই কার্যক্রমে ভূমির মালিকগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবে:
ঘরে বসেই ভূমি মালিক (www.land.gov.bd) / (www.idtax.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নম্বর খ) ন্যাশনাল আইডি কার্ড নম্বর ও গ) জন্ম তারিখ লিখলে আপনার মোবাইল ফোনে একটি ৬ ডিজিট এর otp কোড যাবে। মোবাইল ফোনে প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগইন করতে পারবেন।
ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. ইব্রাহিম হোসেনকে (২৪) জয়পুরহাটের কালাইবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তি
৩ মিনিট আগেফেসবুক পোস্টে তিনি লেখেন ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
১১ মিনিট আগেসকাল থেকে দফায় দফায় সংঘর্ষের পর দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বাস ভাঙচুর করায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবের দিকে ধাওয়া দেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
২০ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামে করতোয়া নদীর ভাঙনে সড়ক ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, চার-পাঁচ বছর ধরে অব্যাহত ভাঙনে ইতিমধ্যে চার থেকে পাঁচ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের প্রধান সড়কের অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের তিন গ্রামের মানুষের চলাচল...
৪৩ মিনিট আগে