Ajker Patrika

দুদকের কর্মকর্তা পরিচয়ে অধ্যক্ষের কাছে টাকা দাবির অভিযোগ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৩: ৪৪
দুদকের কর্মকর্তা পরিচয়ে অধ্যক্ষের কাছে টাকা দাবির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পরিচয় দিয়ে মোবাইল ফোনে এক কলেজ অধ্যক্ষের কাছে টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভুক্তভোগী অধ্যক্ষ।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদের ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বরে অপরিচিত মোবাইল ফোনের নম্বর থেকে কল করেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি নিজেকে দুদকের সহকারী পরিচালক পরিচয় দেন। মোবাইল ফোনে তিনি অধ্যক্ষকে বলেন, তাঁর নামে দুদকে অভিযোগ আছে। অভিযোগ থেকে অব্যাহতি পেতে ৫০ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। এবং একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলা হয়। এরপর আরও কয়েকবার কল করার পরও অধ্যক্ষ টাকা না পাঠালে তাঁকে দুর্নীতির মামলায় ফাঁসানোসহ নানা রকম ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত