যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। তিনি ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের ৭ কেজি করে চাল দিয়েছেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু চাল বিতরণ পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এদিকে আজ দুপুরে অভিযুক্ত ইউপি সদস্যর বাড়ি থেকে গ্রাম পুলিশের সহযোগিতায় দুই বস্তায় ভিজিএফের ৭০ কেজি চাল উদ্ধার করেছে থানা-পুলিশ। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হাসান বলেন, চাল উদ্ধারের ঘটনায় মেম্বর শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইত্যা গ্রামের বৃদ্ধ মোন্তাজ আলী বলেন, ‘১০ কেজির পরিবর্তে আমার ৭ কেজি চাল দেছে শহিদুল মেম্বার।’ একই গ্রামের ইজিবাইক চালক রওশন আলী বলেন, ‘আমারে ৭ কেজি ৭০০ গ্রাম চাল দেছে।’
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান আমাদের সাড়ে ৯ কেজি করে চাল দিতে বলেছেন। আমি সেই অনুযায়ী দিছি।’
কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদের সভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল ৯ কেজি ৫০০ গ্রাম করে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। আমার পরিষদে উপকারভোগী ১ হাজার ১৬০ জন। সেই হিসেবে সব মেম্বারদের চাল ভাগ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরিষদে মেম্বাররা চাল বিতরণ শুরু করেছেন।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিমনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে জানতে পেরেছি শহিদুল মেম্বর ৬ থেকে ৭ কেজি করে চাল দিচ্ছে। আমি ৭ জনের চাল মেপে অভিযোগের প্রমাণ পেয়েছি।’
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিষদের সভায় আমরা বলেছি চাল পরিবহনের সময় কিছু চাল কমে যেতে পারে। এজন্য ৯ কেজি ৮০০ গ্রাম করে বিতরণ করতে হবে। ইউপি চেয়ারম্যানরা সাড়ে ৯ কেজি করে দেওয়ার দাবি তুলেছিলেন। সেটার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি।’
আমজাদ হোসেন লাভলু বলেন, শহিদুল মেম্বরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মেম্বারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হয়েছে। তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাশিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। তিনি ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের ৭ কেজি করে চাল দিয়েছেন।
আজ রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু চাল বিতরণ পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পেয়েছেন।
এদিকে আজ দুপুরে অভিযুক্ত ইউপি সদস্যর বাড়ি থেকে গ্রাম পুলিশের সহযোগিতায় দুই বস্তায় ভিজিএফের ৭০ কেজি চাল উদ্ধার করেছে থানা-পুলিশ। মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই হাসান বলেন, চাল উদ্ধারের ঘটনায় মেম্বর শহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইত্যা গ্রামের বৃদ্ধ মোন্তাজ আলী বলেন, ‘১০ কেজির পরিবর্তে আমার ৭ কেজি চাল দেছে শহিদুল মেম্বার।’ একই গ্রামের ইজিবাইক চালক রওশন আলী বলেন, ‘আমারে ৭ কেজি ৭০০ গ্রাম চাল দেছে।’
চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান আমাদের সাড়ে ৯ কেজি করে চাল দিতে বলেছেন। আমি সেই অনুযায়ী দিছি।’
কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উপজেলা পরিষদের সভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল ৯ কেজি ৫০০ গ্রাম করে বিতরণের সিদ্ধান্ত হয়েছে। আমার পরিষদে উপকারভোগী ১ হাজার ১৬০ জন। সেই হিসেবে সব মেম্বারদের চাল ভাগ করে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পরিষদে মেম্বাররা চাল বিতরণ শুরু করেছেন।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কাশিমনগর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে জানতে পেরেছি শহিদুল মেম্বর ৬ থেকে ৭ কেজি করে চাল দিচ্ছে। আমি ৭ জনের চাল মেপে অভিযোগের প্রমাণ পেয়েছি।’
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পরিষদের সভায় আমরা বলেছি চাল পরিবহনের সময় কিছু চাল কমে যেতে পারে। এজন্য ৯ কেজি ৮০০ গ্রাম করে বিতরণ করতে হবে। ইউপি চেয়ারম্যানরা সাড়ে ৯ কেজি করে দেওয়ার দাবি তুলেছিলেন। সেটার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি।’
আমজাদ হোসেন লাভলু বলেন, শহিদুল মেম্বরের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। মেম্বারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জানতে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনকে একাধিকবার কল করা হয়েছে। তিনি ফোন ধরেননি। পরে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
২০ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২৫ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে