কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন এক নারী। তবে পুলিশ অভিযোগের তদন্ত করে থানায় ফেরার আগেই ওই নারীকে আবারও পিটিয়ে আহত করেছেন অভিযুক্তরা। গত ২৮ মার্চ বিকেলে কোটচাঁদপুরের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে ভুক্তভোগী তাসলিমা খাতুন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী তাসলিমা খাতুন বলেন, ‘গত ২৫ মার্চ আমাদের বাড়িতে ঢিল ছোড়ে খায়রুলের ছেলে ইসরাফিল হোসেন। এই কথা জিজ্ঞেস করায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে ইয়ারুল ইসলাম, সাদ্দাম হোসেন, তাসলিমা, কল্পনা, পাখি দলবেঁধে এসে আমাকে মারতে থাকে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাঁরা আমাকে ছেড়ে দেয়।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘‘তাঁদের মূলত রাগ গেল জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে ভোট করেছিলাম। আর তাঁরা ভোট করেছিল ট্রাক মার্কায়। সেই থেকে তাঁরা আমাদের ভালো চোখে দেখে না। বিভিন্ন সময় তাঁরা হুমকি-ধামকি দিয়ে আসছিল। সেদিন সামান্য ঘটনা নিয়ে তাঁরা আমাকে মারপিট করেন। এ ঘটনায় গত ২৫ মার্চ কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছিলাম। ২৮ মার্চ ওই অভিযোগের তদন্ত করতে আসে পুলিশ।
‘‘তদন্ত করে পুলিশ থানায় যাবার আগেই তাঁরা দলবেঁধে এসে আবারও আমাকে মারপিট করতে থাকে। এতে আমি গুরুতর আহত হয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই ঘটনায় আমার স্বামী বাবলু রহমান বাদি হয়ে থানায় আবারও একটা জিডি করেছেন।’’
তাসলিমা খাতুনের স্বামী বাবলু রহমান বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের বিরোধ ভোটকে কেন্দ্র করে। আমরা নৌকার পক্ষে ভোট করায় তাঁরা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। মারার কোনো সুযোগ পাচ্ছিল না। সেদিন সামান্য ঢিল ছোড়ার কথা জিজ্ঞেস করতেই তাঁরা আমার স্ত্রীকে এভাবে মেরে আহত করেছেন।’
ঘটনাটি নিয়ে থানায় জিডি করলেও এখনো তাঁরা হুমকি-ধামকি দিয়েই যাচ্ছে। অন্যদিকে তাদের হাতে মার খেয়ে আমার স্ত্রী এখনও গুরুতর অসুস্থ্য রয়েছে। চিকিৎসাধীন রয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই মহিলা আমাদের জায়গায় দখল করে বসবাস করেন। জায়গা ছেড়ে দেওয়ার কথা বলে চলে আসার পর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় আমাদের বাড়ির লোকজন পাশ দিয়ে যাচ্ছিল। গালিগালাজের এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। তবে আমরা কেউ তাঁকে মারিনি।’
তিনি আরও বলেন, ‘মূলত তাঁরা এখন আমাদের জায়গাটা ছাড়বে না। এ কারণে মামলা দিয়ে ঘটনাটি ভিন্ন দিকে নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছেন। ওই মহিলা বেশ খারাপ। আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। আবার আদালতও মামলা করেছেন ওই নারী।’
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ‘ওই ঘটনায় থানায় একটা অভিযোগ ও একটা জিডি করেছেন ভুক্তভোগী। এর মধ্যে জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আদালত আমাদের আদেশ দেবেন। এরপর আমরা আইনগত ব্যবস্থা নেব।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন এক নারী। তবে পুলিশ অভিযোগের তদন্ত করে থানায় ফেরার আগেই ওই নারীকে আবারও পিটিয়ে আহত করেছেন অভিযুক্তরা। গত ২৮ মার্চ বিকেলে কোটচাঁদপুরের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে ভুক্তভোগী তাসলিমা খাতুন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী তাসলিমা খাতুন বলেন, ‘গত ২৫ মার্চ আমাদের বাড়িতে ঢিল ছোড়ে খায়রুলের ছেলে ইসরাফিল হোসেন। এই কথা জিজ্ঞেস করায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে ইয়ারুল ইসলাম, সাদ্দাম হোসেন, তাসলিমা, কল্পনা, পাখি দলবেঁধে এসে আমাকে মারতে থাকে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাঁরা আমাকে ছেড়ে দেয়।’
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘‘তাঁদের মূলত রাগ গেল জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে ভোট করেছিলাম। আর তাঁরা ভোট করেছিল ট্রাক মার্কায়। সেই থেকে তাঁরা আমাদের ভালো চোখে দেখে না। বিভিন্ন সময় তাঁরা হুমকি-ধামকি দিয়ে আসছিল। সেদিন সামান্য ঘটনা নিয়ে তাঁরা আমাকে মারপিট করেন। এ ঘটনায় গত ২৫ মার্চ কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছিলাম। ২৮ মার্চ ওই অভিযোগের তদন্ত করতে আসে পুলিশ।
‘‘তদন্ত করে পুলিশ থানায় যাবার আগেই তাঁরা দলবেঁধে এসে আবারও আমাকে মারপিট করতে থাকে। এতে আমি গুরুতর আহত হয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই ঘটনায় আমার স্বামী বাবলু রহমান বাদি হয়ে থানায় আবারও একটা জিডি করেছেন।’’
তাসলিমা খাতুনের স্বামী বাবলু রহমান বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের বিরোধ ভোটকে কেন্দ্র করে। আমরা নৌকার পক্ষে ভোট করায় তাঁরা বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। মারার কোনো সুযোগ পাচ্ছিল না। সেদিন সামান্য ঢিল ছোড়ার কথা জিজ্ঞেস করতেই তাঁরা আমার স্ত্রীকে এভাবে মেরে আহত করেছেন।’
ঘটনাটি নিয়ে থানায় জিডি করলেও এখনো তাঁরা হুমকি-ধামকি দিয়েই যাচ্ছে। অন্যদিকে তাদের হাতে মার খেয়ে আমার স্ত্রী এখনও গুরুতর অসুস্থ্য রয়েছে। চিকিৎসাধীন রয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে বলুহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই মহিলা আমাদের জায়গায় দখল করে বসবাস করেন। জায়গা ছেড়ে দেওয়ার কথা বলে চলে আসার পর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় আমাদের বাড়ির লোকজন পাশ দিয়ে যাচ্ছিল। গালিগালাজের এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। তবে আমরা কেউ তাঁকে মারিনি।’
তিনি আরও বলেন, ‘মূলত তাঁরা এখন আমাদের জায়গাটা ছাড়বে না। এ কারণে মামলা দিয়ে ঘটনাটি ভিন্ন দিকে নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছেন। ওই মহিলা বেশ খারাপ। আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। আবার আদালতও মামলা করেছেন ওই নারী।’
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, ‘ওই ঘটনায় থানায় একটা অভিযোগ ও একটা জিডি করেছেন ভুক্তভোগী। এর মধ্যে জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আদালত আমাদের আদেশ দেবেন। এরপর আমরা আইনগত ব্যবস্থা নেব।’
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে