Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ দিন পর ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ দিন পর ইবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তাহসিব হুসাইন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী। 

নিহত তাহসিব হুসাইন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বিভাগ ও সহপাঠী সূত্রে জানা গেছে, তাহসিবের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। গত ১ মে সকালে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে চড়ে যাচ্ছিলেন তাহসিব। এ সময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে যান তিনি। এ সময় তাঁর মাথার পেছনের হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। তাকে তাৎক্ষণিক ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসকেরা তাহসিবকে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে গত ৪ মে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির প্রথম দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ সময় ভেন্টিলেশনে নেওয়া হলেও তার হৃৎস্পন্দন অনেক কমছিল। পরে আনুমানিক রাত ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী বলেন, ‘শিক্ষার্থীকে চিরতরে হারানো খুব বেদনাদায়ক। তাহসিবের মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত