Ajker Patrika

যুবলীগ নেতার জানাজায় ৫ মোবাইল চুরি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭: ৩৩
যুবলীগ নেতার জানাজায় ৫ মোবাইল চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজগার আলীর জানাজায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেনের মোবাইলসহ অন্তত পাঁচটি মোবাইল ফোন চুরি যায়।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাঁকড়া খালাসীপাড়া বায়তুল আমান জামে মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটকের পর তিনটি মোবাইল উদ্ধার হয় এবং গণপিটুনির একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

জানাজার পর কৌশলে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুসহ অন্তত পাঁচজনের মোবাইল হাতিয়ে নেয় একটি চক্র।

ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনা নিশ্চিত করে বলেন, ‘চোরকে জনতা আটক করেছিল। উত্তম-মধ্যমের একপর্যায়ে সে পালিয়ে গেছে। চুরি যাওয়া পাঁচটি মোবাইলের মধ্যে তার কাছ থেকে তিনটি উদ্ধার হয়েছে।’

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, স্ট্রোকের পর গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আজগার আলী (৫৭) ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত