সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরার আশাশুনিতে শিশু নুসরাত জাহান রাহি হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য নুসরাতকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩)। তিনি আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নুসরাত জাহান রাহি (৯) একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে, সে আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। রাহির প্রতিবেশী চাচা হন জনি।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। তিনি জানান, জনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। ৯ মাস আগে তিনি বিয়ে করেন। বিয়ের পরে মাস চারেক আগে তিনি চাকরি হারান। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েন জনি। গ্রামের বাড়িতে এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে তিনি রাহির কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করেন।
পুলিশ সুপার আরও জানান, গত শনিবার সকালে রাহি বান্ধবী মিতা বসুর সঙ্গে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওয়ার কথা বলে নির্জন হলুদখেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার দুল খুলে নেয়। রাহি এ ঘটনা মা-বাবাকে জানানোর হুমকি দিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন জনি। এরপর তিনি হাত-পা বেঁধে রাহির মরদেহ পুকুরে ফেলে দেন। ওই দিন দুপুরে জনি ছিনিয়ে নেওয়া কানের দুল স্থানীয় বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেন।
গত শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে