Ajker Patrika

বাগেরহাটে বাসের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটে বাসের ধাক্কায় বিদ্যালয়ের অফিস সহকারী নিহত

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শেখ জামির আলী (৫০) নামের বিদ্যালয়ের এক অফিস সহকারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

শেখ জামির আলী (৫০) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। তিনি সৈয়দমহল্লা খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জামির আলী ফকিরহাট আরা পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলে চেপে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় খুলনাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। 

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত