Ajker Patrika

সেনাপ্রধানের ভাষণের পর ঝিনাইদহ শহরে শিক্ষার্থীদের রং খেলা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮: ৫২
সেনাপ্রধানের ভাষণের পর ঝিনাইদহ শহরে শিক্ষার্থীদের রং খেলা

চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়।

তাদের অবস্থান চলাকালে বেলা ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্বরে। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের ভাষণ ঘিরে তাদের সঙ্গে আরও যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনো তারা এক দফা দাবির পক্ষে স্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে সেনাপ্রধানের ভাষণ শোনার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে বৃষ্টির মধ্যেই সেনাপ্রধান বক্তব্য দেবেন—এ কথা শুনে রং খেলায় মেতে ওঠে। অনেকেই উঁচু উঁচু স্থানে উঠে জাতীয় পতাকা ওড়াচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আশাবাদী, সেনাপ্রধান যে বক্তব্য দেবেন—এতে আমাদের দাবির প্রতিফলন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত