Ajker Patrika

নীরবেই চলে গেল দিবসটি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০: ১০
নীরবেই চলে গেল দিবসটি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। তবে দিবসটিতে কোনো আনুষ্ঠানিকতা দেখা যায়নি খুলনায়। 
 
 জানা গেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়াই করে খুলনা শহর দখলমুক্ত করেন ১৭ ডিসেম্বর। এরপর খুলনা সার্কিট হাউস ময়দানে শত্রুপক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওই দিনই বিজয়ের পতাকা ওড়ে খুলনায়। তবে এই দিবসে খুলনায় ছিল না কোনো কর্মসূচি। 

এ প্রসঙ্গে মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, নীরবে চলে গেল বিষয়টি তা নয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে খুলনা মুক্ত দিবস নিয়ে আলোচনা হয়েছে। 

এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হালদার বলেন, খুলনা মুক্ত দিবস উপলক্ষে কোনো  কর্মসূচি না থাকাটা দুঃখজনক। ভুল প্রত্যেকেরই হয়েছে। তবে ভবিষ্যতে দিবসটি উপলক্ষে নাগরিক সমাজের কর্মসূচি থাকবে। এর পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক দলগুলোর প্রতি কর্মসূচি নেওয়ার বিষয়েও তিনি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত