খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর আওতাধীন খুলনাসহ দেশের ২৫টি জুট মিলে পুনরায় উৎপাদন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় তাঁরা পাঁচটি জুট মিলে শ্রমিকদের বকেয়া পাওনা ১১০ কোটি টাকা দেওয়ার দাবি জানান।
আজ মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বন্ধ থাকা এসব মিলগুলো হলো—নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লি. , সিরাজগঞ্জের জাতীয় (সাবেক কওমী) জুট মিলস লি. , ঢাকার করিম জুট মিলস লি. ও লতিফ বাওয়ানী জুট মিলস লি.।
রাজশাহীর রাজশাহী জুট মিলস লি. , নরসিংদীর চারটি জুট মিল একত্রিত হয়ে ইউএমসি জুট মিলস লি. , নারায়ণগঞ্জ জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি. , চট্টগ্রাম দুটি মিল একত্রিত হয়ে আমিন জুট মিলস লি. , চট্টগ্রামের বাগদাদ-ঢাকা কার্পেট ফ্রাক্টরী, গালফ্রা হাবিব লি. , গুল আহমদ জুট মিলস লি. , হাফিজ জুট মিলস লি. , কেএফডি লি. , এম এম জুট মিলস লি. , আর আর জুট মিলস লি. এবং মিলস ফার্নিসিং লি.।
খুলনার আলিম জুট মিলস লি. , ক্রিসেন্ট জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , ইস্টার্ন জুট মিলস লি. , খালিশপুর জুট মিলস লি. , প্লাটিনাম জুবলী জুট মিলস লি. এবং স্টার জুট মিলস লি. । যশোরের কার্পেটিং জুট মিলস লি. ও যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি.।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর শিল্পাঞ্চলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মাদ বলেন, সদ্য পদত্যাগ করা সরকার ২০২০ সালে তরিঘড়ি করে এসব মিল বন্ধ করে দেয়। এ ছাড়া খালিশপুর জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , জাতীয় জুট মিলস লি. , কর্ণফুলী জুট মিলস লি. এবং ফোরাত কর্ণফুলী জুট মিলস লিমিটেডের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ অন্যান্য পাওনা রয়েছে ১১০ কোটি টাকা। তাদের এ টাকা না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ থাকা ২৫টি মিল চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, নগর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এর আওতাধীন খুলনাসহ দেশের ২৫টি জুট মিলে পুনরায় উৎপাদন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতারা। এ সময় তাঁরা পাঁচটি জুট মিলে শ্রমিকদের বকেয়া পাওনা ১১০ কোটি টাকা দেওয়ার দাবি জানান।
আজ মঙ্গলবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বন্ধ থাকা এসব মিলগুলো হলো—নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লি. , সিরাজগঞ্জের জাতীয় (সাবেক কওমী) জুট মিলস লি. , ঢাকার করিম জুট মিলস লি. ও লতিফ বাওয়ানী জুট মিলস লি.।
রাজশাহীর রাজশাহী জুট মিলস লি. , নরসিংদীর চারটি জুট মিল একত্রিত হয়ে ইউএমসি জুট মিলস লি. , নারায়ণগঞ্জ জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি. , চট্টগ্রাম দুটি মিল একত্রিত হয়ে আমিন জুট মিলস লি. , চট্টগ্রামের বাগদাদ-ঢাকা কার্পেট ফ্রাক্টরী, গালফ্রা হাবিব লি. , গুল আহমদ জুট মিলস লি. , হাফিজ জুট মিলস লি. , কেএফডি লি. , এম এম জুট মিলস লি. , আর আর জুট মিলস লি. এবং মিলস ফার্নিসিং লি.।
খুলনার আলিম জুট মিলস লি. , ক্রিসেন্ট জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , ইস্টার্ন জুট মিলস লি. , খালিশপুর জুট মিলস লি. , প্লাটিনাম জুবলী জুট মিলস লি. এবং স্টার জুট মিলস লি. । যশোরের কার্পেটিং জুট মিলস লি. ও যশোর জুট ইন্ডাস্ট্রিজ লি.।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর শিল্পাঞ্চলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মাদ বলেন, সদ্য পদত্যাগ করা সরকার ২০২০ সালে তরিঘড়ি করে এসব মিল বন্ধ করে দেয়। এ ছাড়া খালিশপুর জুট মিলস লি. , দৌলতপুর জুট মিলস লি. , জাতীয় জুট মিলস লি. , কর্ণফুলী জুট মিলস লি. এবং ফোরাত কর্ণফুলী জুট মিলস লিমিটেডের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ অন্যান্য পাওনা রয়েছে ১১০ কোটি টাকা। তাদের এ টাকা না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ থাকা ২৫টি মিল চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া, নগর আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব শফিকুল ইসলাম শফিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১ সেকেন্ড আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৪ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩০ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে