Ajker Patrika

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১: ০৫
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইমাম উদ্দীন আহমদ চৌধুরী মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় সিলেটের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আগামী শুক্রবার বাদ জুমা দরগাহ-ই-হজরত শাহজালাল (রহ.) মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে মরহুমের গ্রামের বাড়ি দাউদপুরে প্রথম জানাজা হবে। 

তাঁর ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক বিশিষ্ট ভাসকুলার সার্জন প্রফেসর নিয়াজ আহমদ চৌধুরী জানাজায় সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। 

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯৯১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের উপদেষ্টা পদে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 

ইমাম উদ্দিন আহমদ চৌধুরী ১৯২৬ সালের ১০ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা পরগনার দাউদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খানবাহাদুর গৌছ উদ্দীন আহমদ চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। তাঁর পূর্বপুরুষ হজরত শাহ দাউদ কুরেশি হজরত শাহজালাল (রহ.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম। 

শিক্ষাগত জীবনে তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৫১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় পাস করেন। পরে ১৯৫১ সালে পূর্ববঙ্গ সরকারের কমিউনিকেশন অ্যান্ড বিল্ডিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পান। ১৯৮০ সালে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব লাভ করেন। ১৯৮২ সালে পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছাড়াও পরিকল্পনা কমিশনে সদস্য হিসেবে ১৯৮৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কয়েক মাস রেলওয়ে বিভাগের সচিবের দায়িত্ব পালনের পর ওই বছরের অক্টোবরে পূর্ত মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এবং ওই পদ থেকে ১৯৮৭ সালের ৬ জানুয়ারি অবসর নেন। এ ছাড়া তিনি অগ্রণী ও জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত