Ajker Patrika

ঝিনাইদহে তেলের দাম বৃদ্ধিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
ঝিনাইদহে তেলের দাম বৃদ্ধিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ

ঝিনাইদহে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে সব ধরনের যানবাহনের ভাড়া। এতে করে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে এই দাম বৃদ্ধির পেছনে তেল ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেছেন বাস মালিক সমিতির নেতা–কর্মীরা। আগামীকাল শুক্রবার সকাল থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলার সকল রুটে বাস-ট্রাকসহ জ্বালানি তেলবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

যাত্রীরা জানান, ভাড়া বাড়ালে আমাদের খুবই সমস্যা। বাস-থ্রিহুইলার সবকিছুতেই ৫ থেকে ১৫ টাকা করে বেশি নিচ্ছে।

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও জেলা বাস-মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি রোকনুজ্জামান রানু জানান, ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের সমস্যা যেমন হচ্ছে তেমনি তেলের দাম বৃদ্ধিতেও আমাদের সমস্যা। দেশের ইতিহাসে একবারে ১৫ টাকা বৃদ্ধি এযাবৎকালের কখনো হয়নি। এটা তেল ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই হয়েছে। এই দাম বৃদ্ধির প্রতিবাদেই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সকাল থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘট চলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত