Ajker Patrika

আমরা আইডিয়া ক্রাইসিসের মধ্যে রয়েছি: খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি
আমরা আইডিয়া ক্রাইসিসের মধ্যে রয়েছি: খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ হলো জ্ঞান সৃজন করা। এই সৃজন করা জ্ঞানের বিতরণ হয় রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে। শিক্ষকদের এই গবেষণালব্ধ জ্ঞান বিতরণের মাধ্যমে একটি সমাজ বদলে যেতে পারে। 

আমাদের সময়ে জ্ঞান বিতরণের একমাত্র জায়গা ছিল সায়েন্টিফিক জার্নাল। বিশ্বে এখন ৪০ হাজারেরও বেশি সায়েন্টিফিক জার্নাল রয়েছে। প্রতি বছর এই সংখ্যা ৪-৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর ৩০ লাখ রিসার্চ আর্টিকেল জার্নালে প্রকাশ হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশ এখন গবেষণায় উল্লেখযোগ্য তহবিল বরাদ্দ করছে। তবুও আমরা আইডিয়া ক্রাইসিসের মধ্যে রয়েছি। 

আজ সোমবার খুবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে জার্নাল আর্টিকেল পাবলিকেশন শীর্ষক শিক্ষকদের দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য ‘রাইটিং আর্টস অব এ সায়েন্টিফিক আর্টিকেল’ শীর্ষক একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে ছিলেন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাসিফ আহসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড মো. মোরসালিন বিল্লাহ। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত