মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে মহম্মদপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশসহ ১৫ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালায়। গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিলসহ আসতে শুরু করে। তখন পুলিশ বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুরুতর আহত উজ্জ্বল নামে এক বিএনপি কর্মীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানাই।’
মাগুরার মহম্মদপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে মহম্মদপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশসহ ১৫ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটাসহ টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালায়। গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে নেতা-কর্মীরা মিছিলসহ আসতে শুরু করে। তখন পুলিশ বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুরুতর আহত উজ্জ্বল নামে এক বিএনপি কর্মীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলে পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানাই।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে