Ajker Patrika

এমপি আনোয়ারুল হত্যা: আ.লীগ নেতা কামালের মোবাইল ফোন উদ্ধারে পুকুরে তল্লাশি

ঝিনাইদহ প্রতিনিধি
এমপি আনোয়ারুল হত্যা: আ.লীগ নেতা কামালের মোবাইল ফোন উদ্ধারে পুকুরে তল্লাশি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তাঁকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ। 

আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে শহরে নিয়ে আসা হয়। পরে তাঁকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুর কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে কামাল আহমেদের কাছ থেকে কথা শুনে জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। 

এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল ফোন উদ্ধারে অভিযান তদারকি করেন। 

পুলিশের প্রিজন ভ্যান করে ঘটনাস্থলে কামাল আহমেদকে আনা হয়। ছবি: আজকের পত্রিকাপরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, মামলার সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাঁচজন গ্রেপ্তার হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে বর্তমানে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথন করেছিলেন সেটি উদ্ধার কাজ চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে। 

ঘটনাস্থলে সাংবাদিকদের বিফ্রিং করেন ডিবি প্রধান হারুন অর রশিদ। ছবি: আজকের পত্রিকাডিবি হারুন আরও বলেন, এখন পুকুর পরিষ্কারের কাজ চলছে। পুকুর পরিষ্কার করা শেষ হলে সেখানে জাল ফেলা হবে। 

এর আগে, গতকাল মঙ্গলবার কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত