Ajker Patrika

খুলনায় আমিন উদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
খুলনায় আমিন উদ্দিন হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনায় আমিন উদ্দিন শেখ হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আমজাদ মিনা (৬৭) ও সাবাজ হালদার (৭৫)। 

মামলা সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ১৯ অক্টোবর রাতে আসামি শাবাজ হালদার, আমজাদ মিনা ও জলিল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৫ / ৬ জন হাতে রাইফেল, বন্দুক ও রামদাসহ ধারালো অস্ত্রের মুখে আমিন উদ্দিন শেখকে তার বাড়ি থেকে ধরে একটি পুকুর পাড়ে নিয়ে যান। আসামিরা আমিন উদ্দিনের বুকে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে হত্যা করে। হত্যার পর মাথা পুকুরের পানিতে ফেলে দেন। 

পরদিন সকালে পুকুরে খণ্ডিত মাথা দেখে বাদীর বড় ভাই বর্তমানে মৃত শেখ নিজাম উদ্দিনকে সংবাদ দিলে তিনি পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করেন। নিহত আমিন উদ্দিনকে চাঁদপুর গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের সময় নিহতের পরিবার বাড়ি ছেড়ে চলে যান। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর পরিবারের সব সদস্যদের নিয়ে আবার চাঁদপুর গ্রামে ফিরে আসেন। 

এ ঘটনায় নিহত আমিন উদ্দিনের ছেলে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে ২০১০ সালে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তিন আসামির মধ্যে জলিল হাওলাদার মৃত্যুবরণ করেছে। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি শাবাজ হালদার ও আমজাদ মিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত