Ajker Patrika

যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই ঘণ্টা খুলনা-যশোর-বেনাপোল রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়।

যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা
যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা উপস্থিত হন। এতে উদ্ধারকাজে দুই ঘণ্টা সময় লাগায় এ রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত