Ajker Patrika

ফকিরহাটের পাওয়া অজ্ঞাত সেই মরদেহের পরিচয় মিলেছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটের পাওয়া অজ্ঞাত সেই মরদেহের পরিচয় মিলেছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। মরদেহের সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এর আগে আজ রোববার সকাল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার সকাল ৯টার দিকে ওই পথ দিয়ে পথচারীরা যাতায়াতের সময় দুর্গন্ধ টের পান। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মহাসড়কের পাশে ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপঝাড়ের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে মডেল থানা-পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। মৃত ব্যক্তির গায়ে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল।

মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভুইয়া জানান, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ উপজেলার উড়াবুনিয়া গ্রামের নারায়ন চন্দ্র মন্ডল (৪০)। তিনি ওই গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন তরমুজ চাষি। মৃতের নিকট মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানান তিনি।

এদিকে মৃত ব্যক্তির ছেলে কৌশিক মন্ডলের বরাত দিয়ে এসআই আরও জানান, গত ৫ মে সকালে তরমুজ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর আর বাড়িতে ফেরেনি। তবে কীভাবে তিনি মারা গেছেন তা সঠিকভাবে বলতে পারেনি পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩দিন ধরে এখানে পড়ে ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত