কুষ্টিয়া প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এত কথা বলার কারণ দেখছেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এক জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে বিজয়ের ৫৫ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনাসভায় অংশ নেওয়ার আগে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু আরও বলেন, এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন এবং যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত ও জঙ্গিগোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। আর নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা হলো বর্তমান সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে কৌশলে জামায়াত, রাজাকার ও জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এ জন্য তারা সংকট মোকাবিলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটি একটি বিপৎসংকেত। এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কলেজের শিক্ষার্থী-শিক্ষক, জাসদ দলীয় নেতা-কর্মী প্রমুখ।
আগামী ১০ ডিসেম্বরের জনসভা নিয়ে এত কথা বলার কারণ দেখছেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এক জনসভার মাধ্যমে সরকার উল্টে যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরের হালসা আদর্শ ডিগ্রি কলেজে বিজয়ের ৫৫ বছর, বাঙালির অর্জন, ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনাসভায় অংশ নেওয়ার আগে এসব কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু আরও বলেন, এই সময়ে অর্থনৈতিক সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান রক্ষা, সঠিক সময়ে নির্বাচন এবং যেকোনো মূল্যে রাজাকার, জামায়াত ও জঙ্গিগোষ্ঠীকে ক্ষমতার বাইরে রাখা। আর নির্বাচন বিএনপি-জামায়াতের এজেন্ডা নয়। তাদের এজেন্ডা হলো বর্তমান সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে কৌশলে জামায়াত, রাজাকার ও জঙ্গিদের পুনরুজ্জীবিত করা। এ জন্য তারা সংকট মোকাবিলায় কোনো প্রস্তাব না দিয়ে সংবিধান উচ্ছেদ করতে চাচ্ছে। এটি একটি বিপৎসংকেত। এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, কলেজের শিক্ষার্থী-শিক্ষক, জাসদ দলীয় নেতা-কর্মী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে