Ajker Patrika

এবার সাড়ে ৭ কিলোমিটার জার্মান পতাকা বানালেন আমজাদ হোসেন

মাগুরা প্রতিনিধি
এবার সাড়ে ৭ কিলোমিটার জার্মান পতাকা বানালেন আমজাদ হোসেন

এবার কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামের আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ওই পতাকা স্থানীয় নিশ্চিন্তপুর মাঠে প্রদর্শন করেন তিনি। এদিকে এত বড় পতাকা দেখতে মাগুরাসহ দেশের নানা প্রান্ত থেকে জার্মানি ফুটবল দলের ভক্তরা। 

স্থানীয়রা বলছে, ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন হলেও তাঁকে অনেকে চেনেন পতাকা আমজাদ নামে। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানি পতাকা বানিয়ে তিনি প্রথম তাক লাগিয়ে দেন। সে সময়ে জার্মানি দূতাবাস থেকে বলা এটাই পৃথিবীর সর্ববৃহৎ জার্মান পতাকা। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে আমজাদ হোসেন বানান সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা। এবার আসরে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা। তবে ২০১৮ সালের পতাকার সঙ্গে নতুন দুই কিলোমিটার যোগ করে এই পতাকা তৈরি করা হয়েছে। 

আমজাদ হোসেন জানান, ২০০৪ সালে জার্মানের তৈরি একটি ওষুধ খেয়ে এক ধরনের রোগমুক্তি হয় তাঁর। এরপর থেকেই জার্মানিকে ভালোবাসেন কৃতজ্ঞতা বোধ থেকেই। ফুটবল দল হিসেবে জার্মানকে সমর্থনও করেন এ কারণেই। 

পতাকা আমজাদ বলেন, ‘অনেকে মনে করে এটা আমার পাগলামি। আমিও তাই মনে করি। আমি যখন কষ্টে থাকতাম, অসুখ-বিসুখে তখন এই সমালোচকেরা কেউ খোঁজ নিতেন না। ওদের (জার্মানি) ওষুধ খেয়েই তো আমি ভালো হয়ে গেছি। তাই পতাকা বানিয়ে তাদের প্রতি এটা আমার সম্মান প্রদর্শন এটা।’ 

এ সম্পর্কে বাংলাদেশ জার্মানি ফুটবল দলের ফ্যান গ্রুপের সদস্য নাজমুল হোসাইন বিশ্বাস জানান, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। গতবারও (২০১৪) এসেছিলাম। আমজাদ চাচা আমাদের গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রতিবার এমন বড় পতাকা বানান যাতে আমরা জার্মান ভক্তরা খুব গর্বিত বোধ করছি।’ 

জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা আরও বলেন, ‘আমজাদ চাচা অনেক কষ্টে বড় পতাকা বানান। জার্মানি ফুটবল দলের আজীবন ফ্যান ক্লাবের সদস্য তিনি। বাংলাদেশে তিনিই প্রথম ও শেষ। এটা আমাদের জন্য গর্বের।’ 

পতাকা প্রদর্শনে উপস্থিত স্থানীয় চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘ফুটবল খেলাকে ভালোবেসে আমার এলাকার ছেলে আমজাদ যে পাগলামি করে, এটা আমাদের ভালোই লাগে। ফুটবল খেলাকে যে ভালোবাসতে হবে, আমজাদ তা প্রতিবার আমাদের বুঝিয়ে দেয়। এ ছাড়া আমজাদের কারণে মাগুরার ২০১৪ আর ২০১৮ সালের পতাকার কারণে জার্মান দূতাবাসের সকলে মাগুরায় আসে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’ 

মাগুরার ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকি বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিতে আমজাদের মতো মানুষ লাগে। বিশেষ করে ফুটবলকে দেশে জনপ্রিয় করতে এর কোনো বিকল্প নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত