Ajker Patrika

কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৬: ৩৭
কুষ্টিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় শেফালি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও সিআইডি পুলিশের কর্মকর্তারা মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছেন।

জানা গেছে, শেফালি বিশ্বাস অবসরপ্রাপ্ত পিডিবির প্রকৌশলী আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী। 

শেফালির স্বামী আনন্দ কুমার বিশ্বাস জানান, তারা হাউজিং ডি ব্লকের ২৭৫ নং বাড়ির দ্বিতীয় তলায় থাকে। তার স্ত্রী শেফালী সেখানেই ছিল। চারতলায় নির্মাণকাজ চলছে। সে জন্য তিনি মিস্ত্রিদের সঙ্গে সেখানেই ছিলেন। সন্ধ্যার দিকে বাসায় নেমে তিনি দেখেন শেফালি পড়ে আছে। তার শাড়ি ও শরীর পোড়া এবং শরীরে আঘাতের চিহ্ন। ঘরে রক্ত ও ছাই পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।   

আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘আমার মনে হয় ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। নিহতের গলায় ও চোখের ওপরে জখম আছে।’ 

এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের ভাই দীপক বিশ্বাস বলেন, ‘আগুনে শরীরের সামান্য অংশ পুড়েছে। এতে একজনের মৃত্যু হতে পারে না। এর মধ্যে কোনো রহস্য আছে। তা বের করার জন্য পুলিশকে অনুরোধ করছি।’   

সিআইডির পরিদর্শক স্বপন কুমার  বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঝিনাইদহ থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এসে আলামত সংগ্রহ করেছে। কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’ 

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত