Ajker Patrika

দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে সে দলের নেতা কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর। 

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। 

 ২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না। 

হানিফ বলেন, এর আগেও বিএনপি ঘোষণা করেছিল ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেল। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই। 

হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলেন, ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুড়ি পড়বেন। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসছে। কিন্তু তিনি চুড়ি পড়েছেন কিনা দেশবাসী তা জানে না।। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই। 

কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মন্তব্য করে হানিফ বলেন, এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সঙ্গে প্রতারণার পর এখন দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে কর্মসূচির নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এর ফলাফল হবে শূন্য। 

সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচিতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচির নামে যদি কোনো অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে। 

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত