কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন পাঁচতলা কাঠের বাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ারদার কর্মময় জীবন থেকে অবসরের কারণে এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি জমি, আসবাবপত্রসহ এই বাড়ি প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চান।
কর্মময় জীবন থেকে অবসরের কারণে এবং জীবনের শেষ সময়টুকু ধর্মীয় কাজে আত্মনিয়োগ করতে আব্দুর রশীদ জোয়ারদার বাড়িটি নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলামের ডাক। কাঠের এ বাড়ি ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিরা ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশ গ্রহণ করতে পারবেন।
জানা যায়, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে এবং শিলাইদহ ইউনিয়ন পরিষদ ভবন মাঠের সঙ্গেই ১২ শতক জায়গার ওপর দৃষ্টিনন্দন এই কাঠের বাড়ি। প্রায় পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ারদার। এ বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। বাড়ির নিচতলায় রেস্টুরেন্ট আর অন্যান্য তলায় শোভা পাচ্ছে বাঙালি ইতিহাসের নানান নিদর্শন।
আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠের সামনেই পাঁচতলা কাঠের বাড়ি। প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার। বাড়ির ভেতরে দৃষ্টিনন্দন সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ইতিহাস।
২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৩৫ ফুট উচ্চতার পাঁচতলা কাঠের এই বাড়ি। প্রতিদিন প্রায় শতাধিক দর্শনার্থী বাড়িটি দেখতে আসেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাড়ি।
এ বিষয়ে বাড়িটির মালিক আব্দুর রশীদ জোয়ারদার বলেন, ‘আগে কসমেটিকসের ব্যবসা করতাম। শখের বসে প্রায় পাঁচ বছর পূর্বে কাঠের এই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম। বাড়িটির ভেতরে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কর্মময় জীবনের অবসর ও ধর্মীয় কাজে যুক্ত থাকার ইচ্ছা থেকে এই বাড়ি জমিসহ বিক্রি করতে চাই। বাড়ি নিলামের ডাক দিয়েছি আগামী ১২ ফেব্রুয়ারি। সব মিলে প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চাই বাড়িটি।’
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বহুল আলোচিত দৃষ্টিনন্দন পাঁচতলা কাঠের বাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বাড়ির মালিক আব্দুর রশীদ জোয়ারদার কর্মময় জীবন থেকে অবসরের কারণে এই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। তিনি জমি, আসবাবপত্রসহ এই বাড়ি প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চান।
কর্মময় জীবন থেকে অবসরের কারণে এবং জীবনের শেষ সময়টুকু ধর্মীয় কাজে আত্মনিয়োগ করতে আব্দুর রশীদ জোয়ারদার বাড়িটি নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলামের ডাক। কাঠের এ বাড়ি ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিরা ৫০ হাজার টাকা জমা দিয়ে নিলামে অংশ গ্রহণ করতে পারবেন।
জানা যায়, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে এবং শিলাইদহ ইউনিয়ন পরিষদ ভবন মাঠের সঙ্গেই ১২ শতক জায়গার ওপর দৃষ্টিনন্দন এই কাঠের বাড়ি। প্রায় পাঁচ বছরের চেষ্টায় সত্তর লাখ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ জোয়ারদার। এ বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে মেহগনি, শাল, কেরোসিন ও তালগাছের কাঠ। বাড়ির নিচতলায় রেস্টুরেন্ট আর অন্যান্য তলায় শোভা পাচ্ছে বাঙালি ইতিহাসের নানান নিদর্শন।
আজ রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠের সামনেই পাঁচতলা কাঠের বাড়ি। প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার। বাড়ির ভেতরে দৃষ্টিনন্দন সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি ইতিহাস।
২০১৯ সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল ৩৫ ফুট উচ্চতার পাঁচতলা কাঠের এই বাড়ি। প্রতিদিন প্রায় শতাধিক দর্শনার্থী বাড়িটি দেখতে আসেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাড়ি।
এ বিষয়ে বাড়িটির মালিক আব্দুর রশীদ জোয়ারদার বলেন, ‘আগে কসমেটিকসের ব্যবসা করতাম। শখের বসে প্রায় পাঁচ বছর পূর্বে কাঠের এই বাড়ি তৈরির কাজ শুরু করেছিলাম। বাড়িটির ভেতরে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কর্মময় জীবনের অবসর ও ধর্মীয় কাজে যুক্ত থাকার ইচ্ছা থেকে এই বাড়ি জমিসহ বিক্রি করতে চাই। বাড়ি নিলামের ডাক দিয়েছি আগামী ১২ ফেব্রুয়ারি। সব মিলে প্রায় এক কোটি টাকায় বিক্রি করতে চাই বাড়িটি।’
রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগেকক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
২২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর। মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
১ ঘণ্টা আগেগত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে...
২ ঘণ্টা আগে