পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ধুকুড়িয়া গ্রামের যুবক সুব্রত শীল বাঁশি বাজিয়ে স্থানীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন। পাড়ার চায়ের দোকান কিংবা যাত্রাপালার মঞ্চ—যেখানেই সুযোগ মেলে, নিজের বাঁশির সুরে তিনি মানুষকে আনন্দ দিতে চেষ্টা করেন। সম্প্রতি সন্ধ্যাবেলায় একটি চায়ের দোকানে তাঁর বাঁশির সুরে মুগ্ধ হয়ে থেমে যান পথচারীরাও।
চায়ের দোকানে উপস্থিত ছিলেন প্রায় ১০–১২ জন গ্রামবাসী, যাঁরা মগ্ন হয়ে শুনছিলেন সুব্রতের বাঁশির সুর। দোকানদার জগদীশ মণ্ডল বলেন, ‘সুব্রত আমাদের পাশের বাড়ির ছেলে। ছোটবেলা থেকেই বাঁশ দিয়ে নিজ হাতে চোঙা বানিয়ে বাঁশি বাজাত। আমরা তখনই বুঝেছিলাম, সে একদিন কিছু একটা করবে।’
সুব্রতের সঙ্গে কথা হলে তিনি জানান, ছোটবেলা থেকেই বাঁশি বাজানোর প্রতি তাঁর গভীর আগ্রহ। নিজে নিজেই বাঁশ কেটে চোঙা বানিয়ে প্র্যাকটিস করতেন। এখন তিনি নিয়মিত যাত্রাপালা ও অনুষ্ঠানে গান পরিবেশন করেন এবং সেখান থেকেই জীবিকা নির্বাহ করেন।
সুব্রত বলেন, যাত্রাপালায় প্রতিরাতে প্রায় এক হাজার টাকা আয় হয়। এই আয়ে সংসারের সব খরচই মিটে যায়।
বাড়িতে থাকলেও বাঁশি হাতছাড়া করেন না সুব্রত। গ্রামের পথে পথে বাঁশি বাজিয়ে আনন্দ দেন মানুষকে। তাঁর ব্যবহৃত বাঁশির দাম প্রায় সাত থেকে আট শ টাকা। একদিকে যেমন বাঁশি বাজিয়ে পরিবারের হাল ধরেছেন সুব্রত, অন্যদিকে তাঁর সুরের জাদুতে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী। এই বাঁশির সঙ্গেই জীবন কাটিয়ে দিতে চান তিনি। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। সুব্রত শীল ধুকুড়িয়া গ্রামের প্রয়াত বিনয় কৃষ্ণ শীলের ছেলে।
সাতক্ষীরার তালা উপজেলার ধুকুড়িয়া গ্রামের যুবক সুব্রত শীল বাঁশি বাজিয়ে স্থানীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন। পাড়ার চায়ের দোকান কিংবা যাত্রাপালার মঞ্চ—যেখানেই সুযোগ মেলে, নিজের বাঁশির সুরে তিনি মানুষকে আনন্দ দিতে চেষ্টা করেন। সম্প্রতি সন্ধ্যাবেলায় একটি চায়ের দোকানে তাঁর বাঁশির সুরে মুগ্ধ হয়ে থেমে যান পথচারীরাও।
চায়ের দোকানে উপস্থিত ছিলেন প্রায় ১০–১২ জন গ্রামবাসী, যাঁরা মগ্ন হয়ে শুনছিলেন সুব্রতের বাঁশির সুর। দোকানদার জগদীশ মণ্ডল বলেন, ‘সুব্রত আমাদের পাশের বাড়ির ছেলে। ছোটবেলা থেকেই বাঁশ দিয়ে নিজ হাতে চোঙা বানিয়ে বাঁশি বাজাত। আমরা তখনই বুঝেছিলাম, সে একদিন কিছু একটা করবে।’
সুব্রতের সঙ্গে কথা হলে তিনি জানান, ছোটবেলা থেকেই বাঁশি বাজানোর প্রতি তাঁর গভীর আগ্রহ। নিজে নিজেই বাঁশ কেটে চোঙা বানিয়ে প্র্যাকটিস করতেন। এখন তিনি নিয়মিত যাত্রাপালা ও অনুষ্ঠানে গান পরিবেশন করেন এবং সেখান থেকেই জীবিকা নির্বাহ করেন।
সুব্রত বলেন, যাত্রাপালায় প্রতিরাতে প্রায় এক হাজার টাকা আয় হয়। এই আয়ে সংসারের সব খরচই মিটে যায়।
বাড়িতে থাকলেও বাঁশি হাতছাড়া করেন না সুব্রত। গ্রামের পথে পথে বাঁশি বাজিয়ে আনন্দ দেন মানুষকে। তাঁর ব্যবহৃত বাঁশির দাম প্রায় সাত থেকে আট শ টাকা। একদিকে যেমন বাঁশি বাজিয়ে পরিবারের হাল ধরেছেন সুব্রত, অন্যদিকে তাঁর সুরের জাদুতে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী। এই বাঁশির সঙ্গেই জীবন কাটিয়ে দিতে চান তিনি। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। সুব্রত শীল ধুকুড়িয়া গ্রামের প্রয়াত বিনয় কৃষ্ণ শীলের ছেলে।
বঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২৪ মিনিট আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কম যোগ্য প্রার্থীকে অনিয়মের মাধ্যমে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ওই প্রভাষকের বেতনসহ আর্থিক সুবিধা বন্ধ করে তাঁকে কেন চাকরিচ্যুত করা হবে
৩৬ মিনিট আগে