Ajker Patrika

বন্দর থেকে খালাস হলো ভারতে ছাপানো সাড়ে ৫ লাখ বই 

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২২: ২৮
বন্দর থেকে খালাস হলো ভারতে ছাপানো সাড়ে ৫ লাখ বই 

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই খালাস শুরু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বইয়ের চালান গতকাল বুধবার ভারত থেকে আমদানি করেছিল। 

বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারে আমদানি করা বই ভারতীয় ট্রাক থেকে খালাস হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে নেওয়া হচ্ছে। 

বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) মো. আব্দুল হাফিজ বলেন, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানিমূল্য ১ লাখ ৩০ হাজার ৬৬৬ মার্কিন ডলার। 

বন্দর থেকে বই খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার অব প্রডাকশন সাইদুর রহমান। 

বইয়ের জোগানদাতা কাজী সিরাজুল হক বলেন, ‘যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি, তারপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে পাঠ্যপুস্তকগুলো যথাস্থানে পৌঁছে দেব। সেই অনুযায়ী শিগ্‌গিরই কাজ চলমান রয়েছে।’ 

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স এ্যানেস্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফারুক হোসেন উজ্জ্বল বলেন, যেসব বই এরই মধ্যে আমদানি হয়েছে, তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ১১টি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর লক্ষ্যে বন্দর থেকে খালাস শুরু হয়েছে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতিও রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত