Ajker Patrika

হত্যার অপরাধে এক ভাইয়ের ফাঁসি, অপরজনের আমৃত্যু কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৫
হত্যার অপরাধে এক ভাইয়ের ফাঁসি, অপরজনের আমৃত্যু কারাদণ্ড

নড়াইলে হত্যা মামলার আসামি দুই ভাইয়ের একজনকে ফাঁসি, অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রেজাউল হত্যা মামলার রায়ে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।

ফাঁসির আসামি হলেন যশোর জেলার অভয়নগর থানার সোনা মোল্লার ছেলে বাছের আলী মোল্লা এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন তাঁর ভাই কামাল মোল্লা। রায় ঘোষণার সময় আসামিরা উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাবু মোল্লার বিধবা বোন রোকেয়া বেগমের বাড়িতে যশোর অভয়নগরের বাছের আলী মোল্লা প্রায়ই আসা-যাওয়া করতেন এবং তাঁকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বাবুল মোল্লার ছেলে রেজাউল মোল্লা তাঁকে ওই বাড়িতে আসতে নিষেধ করলেও তাঁরা শোনেননি। বরং নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ২৬ জুন রাতে তাঁরা রেজাউল মোল্লাকে বাড়ি থেকে ধরে নিয়ে বেপরোয়াভাবে পিটিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৭ জুন মারা যান তিনি। এ ঘটনায় নিহতের পিতা বাবুল মোল্লা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত