ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক সাতটি পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এর মধ্যে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশনের (আইআইইআর) পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। তিনি আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন। পরিবহন প্রশাসক পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী নিয়োগ পেয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
ছাত্র উপদেষ্টা পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি আগামী এক বছর ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
এদিকে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন নিয়োগ পেয়েছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী নিয়োগ পেয়েছেন। হল প্রভোস্টদের আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা প্রত্যেকে নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর গুরুত্বপূর্ণ এই পদগুলোর দায়িত্বে থাকা শিক্ষকেরা পদত্যাগ করায় দুই মাস ধরে পদগুলো শূন্য ছিল।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক সাতটি পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এর মধ্যে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশনের (আইআইইআর) পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। তিনি আগামী তিন বছর এই পদে দায়িত্ব পালন করবেন। পরিবহন প্রশাসক পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী নিয়োগ পেয়েছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
ছাত্র উপদেষ্টা পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি আগামী এক বছর ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
এদিকে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন নিয়োগ পেয়েছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট পদে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী নিয়োগ পেয়েছেন। হল প্রভোস্টদের আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা প্রত্যেকে নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর গুরুত্বপূর্ণ এই পদগুলোর দায়িত্বে থাকা শিক্ষকেরা পদত্যাগ করায় দুই মাস ধরে পদগুলো শূন্য ছিল।
গোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগে