Ajker Patrika

দৌলতপুর সড়কের পাশে দিনমজুরের মরদেহ উদ্ধার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ০২
দৌলতপুর সড়কের পাশে দিনমজুরের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর-দৌলতপুর সড়কের ডাকাতির পুষ্করনী নামক স্থান থেকে আরশেদ আলী (৫৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরশেদ আলী উপজেলার ছাতিয়ান ইউপির আটিগ্রাম মসজিদপাড়ার মৃত নোমাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে মিরপুর-দৌলতপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে পড়ে ছিল নিহতের ব্যবহৃত বাইসাইকেল। এটি হত্যাকাণ্ড, নাকি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত