Ajker Patrika

নাশকতার মামলায় কারাগারে বিএনপির ৮ নেতা-কর্মী 

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯: ৪৩
নাশকতার মামলায় কারাগারে বিএনপির ৮ নেতা-কর্মী 

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের করা মামলায় যশোরের মনিরামপুর বিএনপির আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ নাজমুল হুসাইন তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মনিরামপুর থানা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, ঝাঁপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য শহিদুল ইসলাম, দূর্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, ইত্যা ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজান আলী ও মনিরামপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান।

আসামিপক্ষের আইনজীবী ও মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন বলেন, ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশের পরদিন পুলিশ বাদী হয়ে মনিরামপুর থানা বিএনপির ২৭ নেতা-কর্মীর নামে মামলা করে। এতে বেগারিতলায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। 

সেই মামলায় উচ্চ আদালত থেকে আট নেতা-কর্মী ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তাঁরা আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবদেন করেন। পরে আদালত আবেদন না মঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত