Ajker Patrika

খাবারে বিষ মিশিয়ে কুকুর হত্যা, ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯: ১১
খাবারে বিষ মিশিয়ে কুকুর হত্যা, ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যার ঘটনায় অভিযুক্ত মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া। দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ সদর উপজেলার বেলগাছি গ্রামের কদর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া জানান, সম্প্রতি সদর উপজেলার বেলগাছি গ্রামের মাসুম বিল্লাহর বাড়ি থেকে একটি মুরগি ধরে খায় একটি কুকুর। এতে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিকেলে ভাতের সঙ্গে দানাদার বিষ মিশিয়ে ছয়টি কুকুরকে খেতে দেন তিনি। এ সময় পর্যায়ক্রমে পাঁচটি কুকুর মারা যায়। অসুস্থ হয়ে পড়ে একটি কুকুর। ওই ঘটনায় পরদিন একটি লিখিত অভিযোগ দেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘পানকৌড়ি’র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল।

ইউএনও আরও জানান, ওই ঘটনার পর শাস্তির ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাসুম। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের মাধ্যমে মাসুম আলীকে ডাকা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণীকল্যাণ আইন, ২০১৯-এর ১৯ / ১১ ধারায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত